মুসলমানদের ঐক্যের বিকল্প নেই:ফয়জুল করীম

সময়: 9:46 am - November 18, 2025 |

মানব কথা:ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম। তাই ইসলামী হুকুম মেনে জীবন পরিচালনা করা উচিৎ, তাহলে ইহকাল ও পরকালে শান্তি সুনিশ্চিত।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতীয়া মাদরাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তাফসির মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৪ ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী।

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে তাফসির মাহফিলে বয়ান করেন মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি, মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ মুসা বিন কাসেমী, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, মাওলানা মুহাম্মদ নিজামুল হক, মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশ্রাফী, মাওলানা মুফতী শহীদুল ইসলাম, মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর