বাড়ির উঠান থেকে দুই বছরের শিশুকে টেনে নিয়ে গেল শিয়াল
মানব কথা: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে শিয়ালের কামড়ে হুমায়রা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়রা গাড়িচালক হুমায়ুন কবিরের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, রাতে মায়ের কোলে বসে খেলছিল হুমায়রা। পরে বড় চাচা গোলাম মোস্তফার ঘরে যাওয়ার বায়না করলে মা তাকে সেখানে পৌঁছে দিয়ে ফিরে আসেন। কিছুক্ষণ পর আবার মায়ের কাছে ফেরার জন্য ঘর থেকে বের হয় শিশুটি। এ সময় বাড়ির উঠানে ওঁত পেতে থাকা একটি শিয়াল হঠাৎ ঝাঁপিয়ে পড়ে হুমায়রাকে গলায় কামড়ে টেনে নিয়ে যায় পাশের ঝোপে।
দীর্ঘ সময় শিশুটি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘরের পেছনের ঝোপে হুমায়রার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে নখ ও দাঁতের ক্ষতের চিহ্ন পাওয়া যায়।
স্থানীয়রা জানান, এর আগে গত রমজানেও একই এলাকায় আরাফ নামে আরেক শিশুকে উঠান থেকে টেনে নিয়ে গিয়েছিল শিয়াল। তাকে মৃত অবস্থায় জঙ্গলে পাওয়া যায়।
হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, “এশার আযানের পর ফোনে মেয়ের মৃত্যুর খবর পাই। আমার তিন ছেলে ও এক মেয়ে ছিল। মেয়েকে চাচার ঘরে দিয়ে আসার পর এমন ঘটনা ঘটল।”
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”


















