লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে মারা গেলেন বিএনপি নেতা

সময়: 2:00 pm - December 9, 2025 |

মানব কথা: লক্ষ্মীপুরে নির্বাচনি উঠান বৈঠক চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক বিএনপি নেতা। মৃত হারুনুর রশিদ (৬৩) লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার রাজিবপুর নোয়া বাড়ির এই বাসিন্দা পেশায় ছিলেন কৃষক।

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় নারীদের নিয়ে একটি উঠান বৈঠকের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার পর পরই শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রয়াত হারুনুর রশিদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নারীদের নিয়ে নির্বাচনি উঠান বৈঠক করেন। সভা চলাকালে হারুন খুব সম্ভবত মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রা্ন্ত হন। হাসপাতাল নেওয়ার পথেই তিনি মারা যান।

বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুনের দলের প্রতি অনেক ত্যাগ, শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে আছি।

Share Now

এই বিভাগের আরও খবর