এনসিপির প্রাথমিক তালিকায় নেই সুজন

সময়: 9:03 am - December 10, 2025 |

মানব কথা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই সুজনের।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি।

সুজন ঢাকা-৮ আসনে (মতিঝিল–শাহজাহানপুর–রমনা) এনসিপি থেকে লড়তে গত ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন। প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি।

এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দল।

প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির নেতারা জানান, ঘোষিত প্রার্থী তালিকায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়া জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্যদলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি।

Share Now

এই বিভাগের আরও খবর