মেয়ের মুখ দেখাবেন না দীপিকা-রণবীর

সময়: 11:13 am - September 15, 2024 |

মানব কথা: গেল ৮ সেপ্টেম্বর মা-বাবা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও রণবীর সিং। মা মেয়ে দুজনই ভালো আছেন। ফিরেছেন বাসাতেও। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চাননা বলিউডের এই তারকা দম্পতী। খবর : ফিল্মফেয়ার

আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা। মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন রণবীর। পাপারাজ্জিদের ক্যামেরা আড়াল করেই বাড়তিতে ফিরে নতুন অতিথি। এ সময় রণবীরের পারিবারিক সূত্র থেকে জানানো হয়, এখনই তাদের মেয়েকে জনসম্মুখে আনবেন না তারা। দেখা শোনার জন্য রাখবেন না ন্যানিও।

নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার জুটি বাঁধেন দীপিকা ও রণবীর। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবতী’ সিনেমাতেও জুটি হতে দেখা যায় তাদের। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।

গেল ৮ সেপ্টেম্বর মা-বাবা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও রণবীর সিং। মা মেয়ে দুজনই ভালো আছেন। ফিরেছেন বাসাতেও। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চাননা বলিউডের এই তারকা দম্পতী। খবর : ফিল্মফেয়ার

আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা। মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন রণবীর। পাপারাজ্জিদের ক্যামেরা আড়াল করেই বাড়তিতে ফিরে নতুন অতিথি। এ সময় রণবীরের পারিবারিক সূত্র থেকে জানানো হয়, এখনই তাদের মেয়েকে জনসম্মুখে আনবেন না তারা। দেখা শোনার জন্য রাখবেন না ন্যানিও।

নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার জুটি বাঁধেন দীপিকা ও রণবীর। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবতী’ সিনেমাতেও জুটি হতে দেখা যায় তাদের। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।

Share Now

এই বিভাগের আরও খবর