মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

সময়: 9:37 am - December 11, 2025 |

মানব কথা: চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি উপজেলার বারৈয়াহাট পৌর সদরে বুধবার রাতের দিকে ঘটে। নিহত তাহমিদ উল্লাহ (২৩) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।

ফেইসবুকে অনেকে তাহমিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই-মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে উল্লেখ করেছেন।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক গণমাধ্যমকে জানান, রাতে বারৈয়াহাট পৌরসদরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তাহমিদ আহত হন। তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যান।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব বিরোধের কারণে দুই পক্ষ পৌরসভায় একটি চায়ের দোকানে বৈঠকে বসেছিল। সেখানে সিনিয়রের সামনে একজন জুনিয়রের পা তুলে বসার ঘটনা উত্তেজনা সৃষ্টি করে। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, তাহমিদের গায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

স্থানীয়দের মতে, সংঘর্ষে জড়ানো দুই পক্ষই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। দুই পক্ষের পুরনো বিরোধ এ হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর