ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

সময়: 4:32 pm - December 17, 2025 |

মানব কথা: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাসের জন্য, অর্থাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। জিও নিউজ জানিয়েছে, বুধবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) কর্তৃক জারি করা একটি নোটিশে এ কথা জানানো হয়।

নোটিশ অনুসারে, এই নিষেধাজ্ঞা ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সামরিক ফ্লাইটসহ সমস্ত ভারতীয় মালিকানাধীন, পরিচালিত এবং ভাড়া করা বিমানের ক্ষেত্রে প্রযোজ্য।

সিরিয়াসহ সাত দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর ৮ মাস আগে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারত ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

জিও নিউজ বলছে, চলতি বছরের মে মাসে পেহেলগামে হামলার পর পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে আক্রমণ চালায় ভারত। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

পাকিস্তান তিনটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে- যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন।

সংঘাত শুরুর ৮৭ ঘণ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এশীয় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর