বর্ণাঢ্য আয়োজনে চাটখিল উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সময়: 11:23 am - December 29, 2025 |

আনিছ আহম্মদ হানিফ :বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেস ক্লাবের হলরুমে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভার।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহাম্মেদ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা দেওয়ান মিজানুর রহমান বাবর, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মো: মেহেদী হাছান রুবেল ভূঁইয়া, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান,অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন সোহেল, কার্যনির্বাহী সদস্য বেল্লাল হোসেন নাঈম, আলী হোসাইন হিরন, মৃণাল কান্তি মজুমদার, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কন্ট্রিবিউটিং রিপোর্টার ইসমাইল হোসেন সজীব, অ্যাডভোকেট সোহাগ হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রেস ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা চাটখিল উপজেলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা প্রদানের পাশাপাশি নিজেরা দেশ ও এলাকার উন্নয়নে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা হলো দেশের অন্যতম চালিকা শক্তি, একজন সাংবাদিকের সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি ঘটনার তথ্য সকলে জানতে পারে এবং সেই তথ্য বিশ্লেষণ করে মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে সহজ হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদানের পাশাপাশি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সাংবাদিকদের তথ্যবহুল সংবাদ প্রচারের আহবান জানান।

আলোচনা সভা শেষে উপজেলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটায় অংশ নেয় অতিথিরা।

Share Now

এই বিভাগের আরও খবর