ঝালকাঠিতে তিলক ও মুনসহ ৫ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার সদর ও নলছিটি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী যৌথ অভিযানে তিলক ইটভাটা ও মুন ইটভাটাসহ মোট ৫টি অবৈধ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটাগুলোর আগুন নিভিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব স্বর্না সুলতানা জেনী। পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা ভাটাগুলোর বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান চলাকালে সদর ও নলছিটি উপজেলার চিহ্নিত ৫টি ইটভাটায় আইন লঙ্ঘনের দায়ে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত ভাটাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিলক ইটভাটা এবং মুন ইটভাটা।
আগুন নির্বাপণ: তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেন।
স্থাপনা উচ্ছেদ: ইট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
সহযোগিতা: অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল ঝালকাঠি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা এবং বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে জনবসতি ও ফসলি জমির পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
















