এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

সময়: 11:18 am - January 21, 2026 |

মানব কথা: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেশ সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে এমন আভাস দেন তিনি।

শফিকুল আলম বলেন, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি রয়েছে একটি রেফারেন্ডাম, রয়েছে পোস্টাল ব্যালট, যার কারণে ভোট গণনায় কিছু দেরি হতে পারে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।

সম্প্রতি দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনায় ‘প্রচুর সময় লেগেছে’, যা সাধারণ মানুষের আলোচনার খোরাক হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনায় সপ্তাহ গড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় কত দিন লাগবে তা নিয়েও মানুষের মধ্যে আলোচনা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর