কক্সবাজারে জেলা আ.লীগ নেতা রাশেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত
মোহাম্মদ খোরশেদ হেলালী : কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২ টার দিকে কক্সবাজার আদালতে তুলা হলে আসামী পক্ষ আদালতে জামিনের আবেদন করেন বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারের প্রেরণের আদেশ দেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী এডভোকেট শওকত বেলাল।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে এজাহারনামীয় ১২ জনসহ মোট ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন । সেই মামলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা মাসেদুল হক রাশেদকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার এজাহারনামীয় আসামীরা হলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারূফ আদনান, কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমদ জয়, সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন ও খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী।
গ্রেপ্তার মাসেদুল হক রাশেদ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বড় ভাই। জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ইউএস বাংলা বিমানের একটি ফ্লাইট করে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে র্যাব-১৫ এর একটি টিম তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।