জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত

সময়: 11:33 am - September 19, 2024 |

মানব কথা: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৪ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন উইকেট লণ্ডভণ্ড করে দেন পেসার হাসান মাহমুদ। এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে ভারত। কিন্তু টাইগার পেসারদের তোপে দলীয় ১৪৪ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান মাহামুদ। এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান।

আর ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন এই টাইগার পেসার। এরপর জয়সাওয়াল ও পান্থ মিলে প্রতিরোধ গড়েন। ৬২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৬ রানে ৫২ বলে ৩৯ রান করা পান্থকে আউট করে নিজের চতুর্থ শিকারে পরিণত করে বাংলাদেশকে ফের ব্রেক থ্রু এনে দেন হাসান।

তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন জয়সাওয়াল। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। জয়সওয়াল ১১৮ বলে ৫৬ ও রাহুল ৫২ বলে ১৬ রান করে আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন মিলে চাপ সামাল দেন।

পাল্টা আক্রমনে টাইগার বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। মারমুখী ব্যাটিংয়ে শতরান তুলে নেন অশ্বিন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করেছে ভারত।

Share Now

এই বিভাগের আরও খবর