বাংলা একাডেমী নবনিযুক্ত মহাপরিচালকের সাথে জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সময়: 6:53 am - September 23, 2024 |

মানব কথা: বাংলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মাদ আজমের সাথে জাতীয় কবিতা পরিষদ নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ১৪ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা একাডেমীর নতুন বানানরীতি বাতিল, দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত গত ১৬ বছরের সকল পদক ও পুরস্কার বাতিল, একাডেমীর পত্রিকা ‘উত্তরাধিকার’কে গতিশীল এবং সকলের অংশগ্রহণমূলক করে তোলা, বইমেলাকে ফ্যাসিস্ট বিরোধী, নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করা, আওয়ামী তল্পিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষা করা প্রভৃতি দাবী উত্থাপন করা হয়।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক মানব সুরত, দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান, আসাদ কাজল, এবিএম সোহেল রশিদ, নূরুন নবী সোহেল, সুমনা নাজনীন, রোকন জহুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর