এবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

সময়: 10:54 am - September 23, 2024 |

মানব কথা: পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে এ পর্যন্ত দেড় শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। কিছু অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। সেই ট্রাইব্যুনালেই এবার প্রথমবারের মতো শেখ হাসিনার নামে দায়ের হলো গুমের অভিযোগ।

এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

সোমবার অভিযোগটি দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে, সবকটি ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

অন্যদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দাখিল হয়েছে, যেটি করেছেন নিহতের মামা। সেখানে ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর