কক্সবাজারের চকোরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত -২

সময়: 11:10 am - September 26, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দলছুট একটি বন্য হাতির আক্রমণে দুজন আহত হয়েছেন। এসময় অন্তত সাতটি বসতঘরে হামলে পড়ে হাতিটি। এঘটনায় আহতরা হলেন, মোহাম্মদ পারভেজ (৪০) ও লুৎফর রহমান (২০)। গতকাল বুধবার রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নতুনবাজার খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ পারভেজ একজন গাড়িচালক ও লুৎফর রহমান শিক্ষার্থী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা বলেন, দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে অন্তত সাতটি বসতঘরের বেড়া উপড়ে ফেলে। এ সময় পারভেজ ও লুৎফর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কাছাকাছি পেয়ে হঠাৎ হাতিটি তাঁদের উপর আক্রমণ করে। পায়ে, মুখে, কোমরে ও হাতে আঘাত পেয়েছেন তাঁরা। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাতিটিকে কৌশলে পাহাড়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর