গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করণের দাবি

সময়: 9:14 am - October 10, 2024 |

নিজস্ব প্রতিবেদক: আজ সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কারণের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজধানীর ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাহবুবুল আলম ভূইয়া, সভার সঞ্চালনায় ছিলেন সবুজ বিদ্যাপীঠ স্কুলের সিনিয়র শিক্ষক জনাব আব্দুস সত্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক নূর নবী মানিক স্যার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,বিতর্কীত পাঠ্য বই বাতিল ও প্রকাশনা বন্ধসহ মৌলিক কতিপয় দাবি উত্থাপন করেছি। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কারণ দাবিটি যৌক্তিক হওয়ায় ফেডারেশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান যাতে এই বিষয়টি পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়।এমপিও প্যাটার্নে অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রে যেমন সহকারী শিক্ষক গনিত,সহকারী শিক্ষক বাংলা বিষয়টি পাঠ্য পুস্তকে নির্ধারিত নম্বরসহ যুক্ত আছে। তেমনিভাবে সহকারী শিক্ষক,গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়টি যৌক্তিক নম্বরসহ পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।
অন্যান্য শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্যে রাখেন জনাব সিনিয়র শিক্ষক জনাব আনিসুর রহমান সিকদার,জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জনাব মোঃ মাকসুদুর রহমান, জনাব সেলিম মিয়া প্রমুখ।

সভায় ঢাকার পাশ্ববর্তী জেলার বিভিন্ন স্কুল থেকে আগত উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকগন উপস্থিত ছিলেন। দাবী আদায়ের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নিমিত্তে উপস্থিত শিক্ষকগনের স্বতঃস্ফূর্ত সমর্থনে জনাব মাহবুবুল আলম ভূইয়াকে সভাপতি ও আব্দুস সত্তারকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর