কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক

সময়: 9:58 am - October 10, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে মহেশখালীর ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আজগর আলী (৪২), মো. রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫)।

বুধবার (৯ অক্টোবর) কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল রাত ২টার দিকে মহেশখালীর ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি একনলা বন্দুক, ছয়টি কার্তুজ, তিনটি রামদা এবং দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আটকদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা

Share Now

এই বিভাগের আরও খবর