তারেক রহমানকে দেশে ফেরাতে রাজপথে শক্তিশালী ভীত গড়তে চায় যুবদল সভাপতি মোনায়েম মুন্না
নিজস্ব প্রতিবেদক: উদ্দেশ্যে প্রণোদিত এবং বিভ্রান্তিকর খবর প্রকাশে বিএনপির সুনাম ক্ষুন্ন করা হচ্ছে বলে অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, একটি মহল বিভিন্ন গণমাধ্যমে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। আদতে যার কোনো ভিত্তি নেই।
সোমবার (১৪ অক্টোবর) খুলনা মহানগরে এক এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শেষ ভাল যার সব ভাল তার প্রবাদ বাক্য উল্লেখ করে মুন্না বলেন, গত ১৭ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের চেয়ে বেশি নির্যাতনের শিকার আর কেউ হয়নি।তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন যাপন করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ওনারা তো তাদের নির্যাতনের কথা বলে না।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৭ বছরে যত জুলুম-নির্যাতন করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি এবং যায়নি। দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন-নিপীড়নের শিকার।
গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর যে কোনো ধরনের নৈরাজ্য ও দখলদারিত্বসহ অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই হুশিঁয়ারি উচ্চারন করে নেতাকর্মীদের প্রতি মুন্না বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির নাম ভাঙিয়ে কেউ ফাঁয়দা নেয়ার চেষ্টা করলে শক্ত হাতে তাকে দমন করা হবে।দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িয়ে পড়লে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিবোনা।যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেবেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েযুবদল সভাপতি আরও বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা প্রত্যাহারের কথা করতে হবে। গুম খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক-সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ।