প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক
মানব কথা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠক অংশ নেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সঙ্কট দূর করতে হবে। দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সঙ্কট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপির সূত্র জানায়, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে উদ্ধৃত পরিস্থিতি জানাতে বিএনপির এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সাথে এই বৈঠক অনির্ধারিত। এই বৈঠক চলমান সংলাপের অংশ।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যমুনায় প্রবেশ করেন।