প্রথম দিন শেষে বাংলাদেশ তুলেছে ২ উইকেট
মানব কথা: দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। যেখানে দারুণ শুরু পেয়েছে প্রোটিয়ারা। প্রথম দিন শেষে তুলেছে ২ উইকেটে ৩০৭ রান।
এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ একাদশ সাজায় তিন পরিবর্তন নিয়ে। জাকের আলি, লিটন দাস ও নাইম হাসানের বদলে সুযোগ পান মাহিদুল ইসলাম, জাকির হাসান ও নাহিদ রানা।
প্রথম উইকেটের দেখা পেতে অবশ্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অনেক সময়। তাইজুল ইসলামের হাত ধরেই আসে প্রথম উপলক্ষ। প্রোটিয়া অধিনায়ককে ফেরান তিনি। উদ্বোধনী জুটি ভেঙে মার্করাম আউট হন ৩৩ রান করে।
ফেরার আগে অবশ্য বেশ ভালোই করছিলেন এইডেন মার্করাম। ডি জর্জের সাথে গড়ে তুলেন ৬৯ রানের ভিত। সেই ভিতে দাঁড়িয়েই ডি জর্জে ও ট্রিস্টান স্টাবস আরো শক্ত করেন দলের অবস্থন। দু’জনেই তুলে সাদা পোশাকে নিজেদের প্রথম শতক।
দিনের শুরুতে ১৭.১ ওভারে প্রথম উইকেটের দেখা পাওয়া বাংলাদেশ ৭৩ ওভার পর্যন্ত পায়নি আর উদযাপনের উপলক্ষ। ফের যখন এলো, ততক্ষণে ২৭০ রানে পৌঁছে গেছে প্রোটিয়ারা।
সেই তাইজুল ইসলামের হাত ধরেই আসে দ্বিতীয় উইকেট। ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে ডি জর্জির সাথে ২০১ রানের জুটি ভাঙেন এই স্পিনার। স্টাবস ফেরেন তিন অঙ্ক নিশ্চিত করে, ক্যারিয়ার সেরা ইনিংস খেলে।
১৯৮ বলে ১০৬ রানে ফেরেন স্টাবস। তবে ডি জর্জে এখনো অপরাজিত আছেন ক্যারিয়ার সেরা ইনিংস নিয়ে। ২১১ বলে ১৪১ রানে ব্যাট করছেন তিনি। সাথে ১৮ রানে ব্যাট করছেন বেডিংহাম। প্রোটিয়ারা দিন শেষ করেছে ৮১ ওভারে ৩০৭/২ রানে।
নিয়মিত চার বোলারের পাশাপাশি পার্টটাইম বোলার মুমিনুল হকও বল করেছেন। তবে সাফল্য পাননি তাইজুল ছাড়া আর কেউ। জোড়া উইকেট তার।