তাইজুলের ৫ উইকেট, ৪১৩ নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা
মানব কথা: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই ৫ উইকেট একাই নিয়েছেন তাইজুল ইসলাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে আছে বাংলাদেশ। গতকাল পুরো দিন মিলে বাংলাদেশ উইকেট নিতে পারে মোটে দুই উইকেট। তাতে সাগরিকা থেকে হতাশা ছাড়া কোনো খবর নেই টাইগার সমর্থকদের জন্য। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বোলিংয়ে তাইজুলের সাফল্য কিছুটা হলেও চাঙ্গা করবে বাংলাদেশকে।
৯৯তম ওভারে ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। ১০১তম ওভারে এসে ফেরান সেঞ্চুরিয়ান ডি জর্জিকে। ১০৩ তম ওভারে কাইল ভেরেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন ৫ উইকেট। গতকাল তাইজুল শিকার করেন ২ উইকেট।
অর্থ্যাৎ, প্রােটিয়া ইনিংসে পতন হওয়া ৫ উইকেটের ৫টিই শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামের এই ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল নেন ৮ উইকেট।