নাইক্ষ্যংছড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার

সময়: 10:54 am - October 30, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল মাশরুকী বলেন, বুধবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ২ জনকে লোককে আসতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলোর সাথে ছোট একটি বস্তা পেলে অন্ধকারের ভিতরে পালিয়ে যায়।

“পরে ঘটনাস্থল তল্লাশী করে লোকগুলোর ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয় । বস্তাটি খুলে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা।”

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর