বদির ক্যাশিয়ার খ্যাত সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর গ্রেফতার

সময়: 9:16 am - November 2, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব।

কক্সবাজার র‌্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম ) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাফর আহমেদ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির অন্যতম সহযোগী ও ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন এবং তার সব অপকর্মের সঙ্গী ছিলেন। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

র‌্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।

কক্সবাজার র‌্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম ) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর