চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সময়: 1:41 pm - November 2, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: উপজেলার চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।

দুপুর ১ টা ও ২ টার সময় পৃথক সময়ে শিশু দুজনের মরদেহ উদ্ধার করেন মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীরা।

নিহতরা হলো- ওই এলাকার স্বপন মিয়ার ছেলে ও সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সামির এবং একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মো. আল ফয়েজ মিশকাত।

অলির বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে সোয়া ১টার দিকে শিশু সামিরের মাথা দেখতে পায় তারা। এ সময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আরও এক শিশুর সন্ধান না পাওয়ায় পুকুরে জাল ফেলে দুপুর ২টার সময় মিশকাতের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্টেসে চাকরি করতেন। সে সুবাদে নানির কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো।

Share Now

এই বিভাগের আরও খবর