কক্সবাজারের ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই মায়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সোমবার ভোরে পৃথক দুইটি অভিযানে দুইজন মায়ানমার নাগরিক ও ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বিষয় টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে হ্নীলা বিওপি’র শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশকালে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, মায়ানমারের মন্ডুর নাগাপুরার সাব্বির আহমেদের পুত্র রফিক মিয়া ( ৪২) ও একই এলাকার আবদুল হাকিমের পুত্র রুহুল আমিন (২৫)। তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন ভোরে উনচিপ্রাং রমজানের ঘের এলাকায়
পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
আটককৃত দুইজন ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।