বিএনপির চার মহানগর ও ৬ জেলা আহ্বায়ক কমিটি গঠন

সময়: 12:37 pm - November 4, 2024 |

মানব কথা: ঢাকা মহানগর উত্তর, চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর আহ্বায়ক ও সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। একইসঙ্গে মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়ময়নসিংহ দক্ষিণ, শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

ঢাকা মহানগর উত্তর

আমিনুল হককে আহবায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। অন্যরা হলেন, মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহবায়ক, এস এম জাহাঙ্গীর যুগ্ম আহবায়ক, ফেরদৌসী আহমেদ মিষ্টি যুগ্ম আহবায়ক, আব্দুর রাজ্জাক যুগ্ম আহবায়ক (দপ্তর)।

চট্টগ্রাম মহানগর

আলহাজ এরশাদ উল্লাহকে আহবায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রামের মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বরিশাল মহানগর

মনিরুজ্জামান খান ফারুককে আহবায়ক ও মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব করে বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

সিলেট মহানগর

রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা

ফয়জুর রহমান ময়ুনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা

কলিম উদ্দিন আহমদ মিলনকে আহবায়ক করে ৩২ সদস্যদের সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা

আব্দুল মান্নান আহবায়ক করে ও সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব করে ৩২ সদস্যদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা

কুতুব উদ্দীন আহমেদ আহবায়ক করে ও মো. জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা

মো. জাকির হোসেন বাবলুকে আহবায়ক করে ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটর অনুমোদন দেয়া হয়েছে।

শেরপুর জেলা

আলহাজ মো. হযরত আলীকে আহবায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর