চাটখিলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ – প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর শনিবার নোয়াখালীর চাটখএ ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটির আলোচনায় বক্তারা সমবায় আন্দোলনকে বেগবান করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
চাটখিল উপযোগ উপজেলা সমবায় কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আনিসুর রহমান
বিআরডিবির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বেনু চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ সুন্দরপুর সমবায় সমিতির চেয়ারম্যান মহিন তফাদার
এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমবায়ীরা তাদের বক্তব্য উপস্থাপন করে সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরেন।