কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: 7:18 am - November 6, 2024 |

মানব কথা ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি যেন কোনো অবস্থাতে না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।’

দেশে বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে। মোহাম্মদপুরের অবস্থা এখন উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদপুরের মতই গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনব।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর