টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার

সময়: 11:49 am - November 6, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ নাফ নদীর মোহনা সংলগ্ন গোলারচর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

খন্দকার মুনিফ তকি জানান, বুধবার (৬ নভেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি নাফ নদীর মোহনায় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে গোলারচর দিকে আসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি কূলের কাছাকাছি পৌঁছালে সন্দেহজনক ২ ব্যক্তি লাফ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
পরে পাচারকারিদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট টি খুলে পাওয়া যায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস।
উদ্ধার করা মাদকগুলো টেকনাফ থানায় মজুদ রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর