কক্সবাজারে ট্রেনে কাটা পরে ২ যুবকের মৃত্যু

সময়: 10:13 am - November 7, 2024 |

মানব কথা: রামু উপজেলাধীন রশিদ নগর ইউনিয়ন এর কাহাতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র ওয়াহিদ (২৪) ও একই এলাকার আব্দুল মজিদের পুত্র মোহাম্মদ হাসান( ২০)।জানা গেছে ৭ নভেম্বর বিকাল ৩ টার দিকে মটর সাইকেল নিয়ে দোকানের বাজার করার জন্য যাওয়ার পথে রশিদ নগরস্হ হালিম উল্লাহ চৌধুরীর ঘরের পাশে রেলের বিট অতিক্রম করার সময় কক্সবাজার থেকে ঢাকা গামী রেলে কাটা পড়ে দুই টুকরো হয়ে যায় শরীরের অংশ। ঘটনার পর রামু থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের এরকম মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম। রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান অসাবধান বশত ট্রেন আসার পথে মোটর সাইকেল ট্রেনের বিটে ওঠে যাওয়ায় এ রকম দুর্ঘটনা টি ঘটেছে। সবাইকে ট্রেনের রাস্তা পারাপারের সময় উভয় দিকে দেকে ট্রেনের রাস্তার পার হওয়ার পরামর্শ দেন। ###
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার

Share Now

এই বিভাগের আরও খবর