বরিশাল নগরীর দেয়ালগুলো এখন বিজয়ের ক্যানভাস

সময়: 11:11 am - August 15, 2024 |

এম কে কামরুল ইসলাম (বরিশাল): এ যেনো এক ভিন্ন নগরী। বদলে গেছে প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশাল নগরীর রাস্তাঘাট। নতুন সাজে সজ্জিত হয়েছে রাজপথ থেকে অলিগলির দেয়াল। রঙে রঙে রঙ্গিন হয়ে উঠেছে ভালবাসার বরিশাল নগরী।

পেশাদার শিল্পী না হয়েও শিল্পের সুষমায় প্রাণের উচ্ছ্বাস ঘটিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রং তুলিতে বরিশালের রাস্তার দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছে সংস্করণ স্বাধীনতার জয় গান,তারুণ্যের উন্মাদনা,ভালোবাসার উচ্ছ্বাস এবং মানবতার জয় গান।

বরিশাল নগরীর সিএন্ডবি রোডের পার্শ্ববর্তী দেয়াল,আমতলার মোড়ের দেয়াল,সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের দেয়াল,হালিমা খাতুন স্কুলের দেয়াল,শিল্পকলার সামনের দেয়ালে,রাজাবাহাদুর সড়কের দেয়ালে ছন্দ আর স্লোগান ফুটিয়ে তুলেছে জাগ্রত চেতনা।

নগরীর হালিমা খাতুন স্কুলের সামনে দেয়াল লিখনের সময় কথা হয় কয়েকজন শিক্ষার্থীদের সাথে। তারা বলেন সারাদিন ধৈর্য্য ধরে দেয়াল লিখনের মাধ্যমে আমরা গোটা জাতিকে পরিবর্তন ও সংস্কারের কথা বলতে চাই।আর খুব আনন্দের সাথে আমাদের প্রিয় নগরীকে রাঙিয়ে তুলছি। আমরা তিন দিন যাবত আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর