কক্সবাজারের বাংলাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সময়: 11:13 am - November 13, 2024 |

মানব কথা: কক্সবাজার সদরের ঝিলংজায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ আল ফয়সাল(৩৫)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঝিলংজা মুক্তারকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ফয়সাল রামুর চাকমারকুল ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাহামদের পাড়া এলাকার বাসিন্দা। এবং তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম।

নিহতের স্বজনরা জানান, মোটরসাইকেল নিয়ে কক্সবাজার শহর থেকে ঝিলংজা মুক্তারকুলে একটি মাহফিলে যায় ফয়সাল , সেই মাহফিল শেষ করে ফেরার পথে মহাসড়কে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে বাইকসহ দূরে সটকে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর