দখল মুক্ত খাল চাই, বন্যা মুক্ত জনজীবন চাই, পরিবর্তনের অঙ্গীকার খাল হোক দখল উদ্ধার
সাজিদ রুবেল (নোয়াখালীর) প্রতি নিধি: সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়নে অবৈধ দখলকৃত খাল উদ্ধারে “দখল মুক্ত খাল চাই বন্যা মুক্ত জীবন চাই, পরিবর্তনের অঙ্গিকার খাল হোক দখল উদ্ধার ” এই স্লোগানকে ধারণ করে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়। রাজনীতির উর্ধ্বে এলাকার সমাজ সচেতন তরুণ ও যুবসম্প্রদায়ের সম্মিলনে গঠিত “পরিবর্তন টিমের” আয়োজনে আজ ১১ নভেম্বর সোমবার দুপুর ১টায় উপজেলা প্রাঙ্গনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরিবর্তন টিমের মুখপত্র দিদারুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখে মুখপত্র দিদারুল ইসলাম , উপস্থিত ছিলেন প্রভাষক খোরশেদ আলম প্রমুখ।পরিবর্তন টিমের সংগঠক মোহাম্মদ ইকবাল হোসেন, সংগঠক আলা উদ্দিন আলো প্রমুখ।এসময় অবৈধ খাল দখল উদ্ধারে অনুষ্ঠিত মানব বন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন লেখক সাংবাদিক ফারুক আল ফয়সাল, সাংবাদিক ইয়াকুবনবী ইমন,সাংবাদিক মজিদুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন লিটন, সাংবাদিক সালাহ উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় নার্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার বিষয়টির সরেজমিনে তদন্ত সাপেক্ষে তার সহিত সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ বন্যার কবলে নিমজ্জিত নোয়াখালী। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি অনেকাংশে অপসারিত হলেও এখনো পরিপূর্ণভাবে নামছেনা বন্যার জল। প্রতিবন্ধকতা হিসেবে স্থানীয় খালগুলোর দখল ভরাটই মূল কারণ, তাতে একদিকে যেমন পাশবর্তী বড় খাল-নদীর সাথে সংযুক্ত শাখা-প্রশাখা খালে বর্ষা বন্যাায় জলাবদ্ধতা আবার খরায় পানি শূন্যতা সৃষ্টি জনজীবন ও কৃষি প্রধান এলাকার জন্য চরম দূর্ভোগের কারণ।