নলছিটিতে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা ফেরদৌস ও রায়হান আহত

সময়: 8:36 am - November 14, 2024 |

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ ফেরদৌস হাওলাদার ও তার ভাই রায়হান হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা। তারা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুবদল নেতা ফেরদৌস ও তার ভাই রায়হান তিমির কাঠি গ্রামের মোহাম্মদ নাদের আলী হাওলাদারের ছেলে।

চিকিৎসাধীন আহত ফেরদৌস জানান, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন ও তার ভাইসহ মোঃবাবুল,কবির, জসিম মিলে আমাকে ও আমার ভাই এর উপর অতর্কিত হামলা চালায়। উল্লেখ্য তারা একই গ্রামের বাসিন্দা।

আরো জানা যায়, হামলাকারীরা তাদেরকে মারধর করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ফেরদৌস ও রায়হানকে উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ফেরদৌস।

উক্ত ঘটনায় নলছিটি থানার তদন্ত অফিসার মোঃ শহিদুল আলম খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন।
এ সময় তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর