দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

সময়: 9:26 am - November 16, 2024 |

মানব কথা: রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল।

তিনি জানান, শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল বলেন, আমাদের প্রাথমিক ধারণা ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

Share Now

এই বিভাগের আরও খবর