ছাত্র-জনতা গণহত্যার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি

সময়: 10:05 am - August 17, 2024 |

মানব কথা: আনিছ আহম্মদ হানিফ (চাটখিল প্রতিনিধি) নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে
ফ্যাসিস্ট শেখ হাসিনা কতৃক বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের, হেফাজতের সমাবেশ আলেম, ছাত্র জনতা, গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহর আনিতাশ ফিলিং স্টেশনের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাটখিল উপজেলা, পৌরসভা ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি’র আহবায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপি সদস্য সচিব শাহাজাহান রানা, পৌরসভা বিএনপি সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লেয়াকত আলি ভুট্টু, মিজানুর রহমান শাজাহান খান সাজু, পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন, নুরুন্নবী কমিশনার।
আরো বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বেলায়েত হোসেন দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, সুমন গাজী প্রমুখ।
বক্তারা বলেন, সদ্য পলায়ন করা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র, জনতা, গুম, হত্যার প্রতিবাদে বিচারের দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর