সুবিদপুর ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারের অভিযোগ

সময়: 9:37 am - November 19, 2024 |

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি সুবিদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে স্থানীয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের মিথ্যা ভিত্তিহীন, প্রোপাগান্ডা ও অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় পশ্চিম গোপালপুর মাদ্রাসার মাঠে স্থানীয় বিএনপি নেতা-কর্মীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড এর সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক বিল্লাল জমাদ্দার, যুবদলের সভাপতি মনির মাস্টার।

ওয়ার্ড বিএনপি সভাপতি বলেন, টি সিভি, ভিজিডি, রেশন, কার্ড সাধারণ মানুষের নামে অনলাইন থাকা সত্তেও সেগুলো স্থানীয় মেম্বার অনিয়ম করে তাদের পছন্ধের লোকদের দিয়েছন, আমরা সুবিদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মী মিলে এগুলোকে সংশোধনের মধ্যমে সঠিক লোকদের দিতে পেরেছি। কিন্তু কিছু দুষ্ট লোক, ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ও অপপ্রচার করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক মোঃ আনসার।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর