চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদদের স্মরণ সভায় অপর অংশের বাধা
উপজেলা প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্মরণ সভার আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও বহিরাগত কিছু ছাত্র নামধারী ব্যক্তিদের বাঁধার মুখে তারা অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেনি।
বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, চাটখিল পৌরসভাধীন ছয়ানীটবগা এলাকার রাকিব, মেহেদী হাসান বিজয়, অরনব আহমেদ সোহান, রিসাদ, রেদোয়ান সহ আরো ১০/১৫ জন বহিরাগত যারা নিজেদেরকে বৈষম্য বিরো ছাত্র আন্দোলনের নেতা হিসেবে ছাত্র দাবি করে, এদের বাঁধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা ছাত্র প্রতিনিধিরা স্মরণ সভার অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগদান না করে নিরাপত্তা জনিত কারণে ঘটনাস্থল থেকে ফিরে আসে।
উপজেলা ছাত্রদল নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শাহাদাত হোসেন মুরাদ সাংবাদিকদের জানান উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কোন কমিটি নাই। তাছাড়া কলেজ শাখা কমিটি থাকলেও ঐ কমিটির সভাপতি -সেক্রেটারী দুজনই বিদেশে চলে গেছে। যার ফলে কলেজ শাখা ছাত্রদলের কার্যক্রমও অনেকটা স্তবির হয়ে পড়েছে। তবে তিনিও ঘটনার বিষয়ে নিন্দা জানিয়ে বলেন, যারা বাঁধা দিয়েছে আমার জানামতে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি অংশ কেউ ছাত্র দলের সাথে জড়িত নেই।
ঘটনার বিষয়ে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, অনুষ্ঠান শেষে হল রুম থেকে বের হয়ে তিনি ঘটনাটি শুনেছেন। তবে ঘটনার সময় কলেজ কর্তৃপক্ষকে কেউ বিষয়টি অবগত করেনি