ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: 9:20 am - August 19, 2024 |

মানব কথা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেয়া হবে।

দায়িত্ব পাওয়ার পর আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বিষয়ে বিবেচনা করা হবে। কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মোহাম্মদ আবদুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর