কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় দিবস হাফ ম্যারাথনের লোগো উন্মোচন

সময়: 12:40 pm - December 23, 2024 |

মানব কথা: আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অনুষ্ঠিতব্য বিজয় দিবস হাফ ম্যারথনের লোগো উন্মোচন হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লোগো উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, তারুণ্যের শক্তি অজেয় ও বাধা বন্ধনহীন, দুর্দমনীয়। তারণ্যের শক্তিকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সর্বাগ্রে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, বিজয় দিবস হাফ ম্যারাথনে ৭জন বিদেশিসহ ৩’শ জন রেজিষ্ট্রেশনকৃত প্রতিযোগী অংশ নিচ্ছে। ২৮ ডিসেম্বর সকাল ৭ টায় কলাতলির ভাঙ্গার মুখ থেকে হাফ ম্যারাথন শুরু হবে। পরবর্তীতে ইনানীর বে-ওয়াচে গিয়ে শেষ হবে।

তিনি জানান, হাফ ম্যারাথনে ২১দশমিক এক কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিবেন দৌড়বিদরা। প্রত্যেক অংশগ্রহণকারী ম্যারাথন কিট এবং টি-শার্ট পাবেন।

আর ফিনিশার মেডেলের সাথে তিনটি পুরস্কারের প্রথমটিতে থাকছে নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৩০ হাজার ও তৃতীয়টিতে থাকছে ২০ হাজার টাকা।

এদিকে লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দুই পদাতিক ব্রিগেডের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন্নবী, কক্সবাজার এরিয়া হেড কোয়াটারের পরিচালক কর্ণেল আরিফুজ্জামান, কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কি।

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস হাফ ম্যারাথন ২০২৪ কক্সবাজার তথা দেশের দূরপাল্লার দৌড়বিদদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Share Now

এই বিভাগের আরও খবর