ডিআইজি হলেন হারুন উর রশিদ হাযারী

সময়: 8:27 am - August 21, 2024 |

মানব কথা: উপপুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) র‌্যাংক ব্যাজ পরলেন হারুন উর রশিদ হাযারী।

মঙ্গলবার (২০ আগস্ট) তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ও র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

পুলিশের ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তা হারুন উর রশিদ হাযারী দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর গত ৭ আগস্ট ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যায়িত হননি হারুন উর রশিদ হাযারী। রাজনৈতিক বিবেচনার কারণে যোগ্যতা থাকার পরও দীর্ঘকাল তার পদোন্নতি আটকে রাখা হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকেও মূল্যায়িত করে অন্তর্বর্তী সরকার।

১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন হারুন উর রশিদ হাযারী। পুলিশের ১৭ ব্যাচের মেধা তালিকায় তার অবস্থান তৃতীয়।

এর আগে তিনি নোয়াখালী ও ফেনী জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর