পা হাড়িয়ে অসহায় কামরুল মোল্লা, চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন
উপজেলা প্রতিনিধি: স্বৈরাচার সরকারের পতনের প্রায় অর্ধবছর পার হতে চললেও। মুক্ত স্বাধীন দেশের আবহাওয়ায় স্বাধীনতার স্বাদ গ্রহন করতে পারেনি নলছিটির কামরুম মোল্লা। দীর্ঘ বছর আন্দোলন সংগ্রামে থাকা একজন জাতীয়তাবাদী দলের সৈনিক তিনি। ২০২৩ সালের ৩০ জুলাই বিএনপির বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে আলফা ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। সুবিদপুর ইউনিয়নের ৩নং গোদন্ডা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম মোল্লা।
তাকে বরিশাল মেডিকেল ভর্তি করান বিএনপির নেতাকর্মীরা। জখম গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। দলীয় নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় এ যাবৎ ৫ বার অস্ত্র-পাচার করা হয় কিন্ত পঙ্গুত্ব থেকে মুক্ত হতে পারেননি কামরুল মোল্লার জীবন। এই দুর্ঘটন তার জীবনকে করে দেয় এলোমেলো হারান প্রাইভেট চাকরি, অসহায় পরিবারটি একমাত্র উপার্জনক্ষম একমাত্র ব্যাক্তির পঙ্গু হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে।
এ বিষয়ে কামরুল ইসলাম মোল্লা বলেন ভেবেছিলাম ভালো হয়ে যাবো কিন্ত জয়েন্ট সঠিক ভাবে জোড়া না লাগায় আবার অপারেশন করতে হবে। এতোদিন আমার দলের নেতাকর্মীরা সর্বাত্মক সহায়তা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার আরেকটি অপারেশন করতে হবে পঙ্গু হাসপাতালে সেখানে প্রায় ৫০ হাজার টাকা লাগবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মী ও জনসাধারন সকল সৃহৃদয়বান ভাই বোনদের কাছে আকুল আবেদন রাখছি, তারা এতদিন আমাকে সহায়তা করছেন শেষবারের জন্য হলেও আমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে আমার ছোট শিশু সহ আমার পরিবারের পাশে দাড়ায়।
তার মমতাময়ী বৃদ্ধ মা ও অসহায় গৃহবধূ কান্নাজড়িত কন্ঠে সকলের সহযোগিতা চেয়ে অনুরোধ করেছেন।