হবু স্ত্রী সঙ্গে ছবি পোস্ট করলেন তাহসান

সময়: 1:22 pm - January 4, 2025 |

মানব কথা: সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ভক্তরা ধরেই নিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। এ নিয়ে তাহসান নীরব ছিলেন, সরাসরি কোনো কথাও বলেননি তিনি।

তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন নিজের গানের কয়েকটি লাইন।

তাহসান খান লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

কথাগুলো ‘সেই তুমি কে?’ গান থেকে নিয়েছেন তাহসান। নিজের লেখা এই গান রিলিজ হয়েছিল ২০২২ সালে।

পোস্টে বিয়ে বা বাগদান নিয়ে বিস্তারিত কিছু না বললেও বধূ সাজে রোজার সঙ্গে ছবি প্রকাশ করে ভক্তদের জানান দিয়েছেন যে ঘটনা সত্যি হতে যাচ্ছে। রোজার আঁচলে বাঁধা পড়ছেন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স নেন। পরে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোজা আহমেদ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

এদিকে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যাসন্তান।

হঠাৎ ২০১৭ সালের ৪ অক্টোবর তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

Share Now

এই বিভাগের আরও খবর