পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব

সময়: 10:31 am - January 7, 2025 |

মানব কথা: স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

আজ সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর