আন্দোলনে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

সময়: 8:08 am - January 13, 2025 |

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র, মোহাম্মদ মিরাজ আলীর পুত্র মোহাম্মদ মাহবুব আলম গত বছরের ৪ঠা আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে শাহাদাৎ বরণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রবিবার শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ৪ আগষ্ট ছেলে নিহতের ঘটনার বর্ননা করতে যেয়ে মাহবুবের মাতা মোসাম্মত মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোন সাহায্য বা সহযোগিতা মোহান্মদ মাহবুব আলম এর পরিবারকে করা হয়নি। শহীদের পরিবার মানবতার জীবনযাপন করছে।শহীদ পরিবার সরকারের কাছে হত্যার বিচার ও পুনর্বাসন দাবি করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন, ডা খন্দকার মাহবুব আলম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর