সুপ্রিম কোর্টে আইনজীবীকে ছুরিকাঘাত
মানব কথা: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার মো: আশরাফুল ইসলাম আশরাফকে ছুরকাঘাত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিজ চেম্বারে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আইনজীবী আশরাফ নিজেই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এনেক্স ভবনের ২০০৫ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে অভিযোগ করে এ আইনজীবী বলেন, ‘আমি আইন পেশাকে ইবাদত মনে করি। সবসময় আমি আইনজীবীদের অধিকার নিয়ে কথা বলি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাকে ২৭ দিন জেলা খাটাইছে। বৈষম্যবিরোধী আন্দোলনের আমি সব থেকে সোচ্চার ছিলাম। অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নামের এক আইনজীবী, তাকে চিনতাম না। যতটুকু জানি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখার সেক্রেটারি কামরুল ইসলাম সজলের জুনিয়র। আইসা আমাকে সরাসরি বলতেছিল, ওই তুই কোর্টে ডিস্টার্ব করছ, তোরে কিন্তু ছাড়ব না। এক পর্যায়ে সে আমাকে চাকু দিয়ে আঘাত করেছে। সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। প্রকাশ্যে একজন আইনজীবীর রুমে এসে আরেকজন আইনজীবী এভাবে কিভাবে আঘাত করতে পারে!’
তিনি বলেন, আমি ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ করতাম। ৭ জানুয়ারি আমি সর্ব প্রথম ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছি।
প্রত্যেকটি টকশো থেকে সব জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছি। সরব থেকেছি। আমার ওপর আজকে হামলা কেন- এমন প্রশ্ন করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। তিনি এমনিতেই সবার সাথে খারাপ ব্যবহার করেন।’