রোমাঞ্চকর জয় রংপুর রাইডার্সের
মানব কথা: শ্বাসরুদ্ধকর ম্যাচে রোমাঞ্চকর জয় রংপুর রাইডার্সের। হাত থেকে প্রায় ফসকে যাওয়া ম্যাচে দারুণভাবে ফিরে আসে তারা। সেইসাথে ধরে রাখলো জয়ের ধারা। তুলে নিলো আসরে টানা সপ্তম জয়। বিপরীতে দারুণ লড়াইয়ের পর হেরে গেল খুলনা।
সোমবার (১৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছে রংপুর। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে খুলনা। রংপুরের জয় ৮ রানে।
রান তাড়ায় রংপুরের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল খুলনা। ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেট জুটিতে বেশ ভালো লড়াই করে তারা। নাইম শেখ ও মেহেদী মিরাজ মিলে ৪৩ বলে যোগ করেন ৬১ রান।
মিরাজ ২৪ বলে ৩৯ রানে আউট হলেও নাইম শেখ ধরে রাখেন হাল। আফিফ হোসেনের সাথে মিলে পরের ২১ বলে করেন আরো ৪৫ রান। ১৪.৫ ওভারে ১৩৭ রানে দলকে রেখে ফেরেন নাইম। আউট হোন ৪১ বলে ৫৮ করে।
পরের ১৪ বলে আসে ২৮ রান। আফিফকে ফিরিয়ে বড় ধাক্কা দেন শেখ মেহেদী। আফিফ ফেরেন ১৫ বলে ২৯ করে। পরের ওভারে মাহিদুল ইসলাম ফেরেন ১২ বলে ১৫ করে। একই ওভারে ফেরেন ইমরুল কায়েসও (৫)। ১৯ ওভার শেষে স্কোর ৬ উইকেটে ১৭৫।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রানের। মাঠে মোহাম্মদ নাওয়াজ ও আবু হায়দার। ফলে জয়ের সম্ভাবনা তখনো ছিল। তবে সাইফুদ্দিন তা হতে দেননি। শেষ ওভারে দেন মাত্র ২ রান।
প্রথম ২ বলে রান দেননি। পরের বল ওয়াইড হয়। তৃতীয় বলে দু’ নিতে গিয়ে ফেরেন নাওয়াজ। পরের বলে একই পরিণতির শিকার নাসুম আহমেদ। পঞ্চম বলে আবু হায়দার রনি ক্যাচ দেন (০)। তাতেই জয় নিশ্চিত হয় রংপুরের। শেষ বল থেকে ১ রান নেন সালমান ইরশাদ।
সব মিলিয়ে শেষ ১৪ রানের সমীকরণ মেলাতে গিয়ে ৬ উইকেট হারায় খুলনা। ৩ উইকেট নেন আকিভ জাভেদ দু’ উইকেট করে নেন সাইফুদ্দিন ও শেখ মেহেদী।
এর আগে, ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। স্টিভেন টেলর ১৩ ও সাইফ হাসান ফেরেন ৭ রান করে। তবে একপাশ ধরে রাখেন তৌফিক খান। ৩০ বলে ৩৬ করে আউট হন তিনি। ১০.৩ ওভারে ৭০ রানে হারায় ৩ উইকেট।
এরপরই শুরু হয় খুশদিল ঝড়। ইফতেখার আহমেদের সাথে গড়েন ৫৭ বলে ১১৫ রানের জুটি। ইফতেখার আউট হোন ৩৬ বলে ৪৩ রান করে। এরপর নুরুল হাসান সোহানও ফেরেন দ্রুত (১)। রান আউট হন তিনি।
তবে একাই ইনিংস টানেন খুশদিল। তার ৪ চার ও ৬ ছক্কার ইনিংসেই বড় পুঁজি পায় রংপুর। খুশদিল শাহ করেন ৩৫ বলে ৭৩ রানের ইনিংস। দু’টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।