ফ্যাসিবাদের দোসর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের টেন্ডার বানিজ্যর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদের দোসর নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের টেন্ডার বানিজ্যর অভিযোগ উঠেছে।
ফ্যাসিবাদ সরকারের সংসদীয় আসনের প্রতিনিধি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদের পাহাড় সমান দুর্নীতি ও অনিয়ম করে এখন ঢাকা গণপূর্ত বিভাগ-৩ হতে নগর গণপূর্ত বিভাগে প্রাইজ পোষ্টিং বাগিয়ে নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ অক্টোবর ২০২৪ প্রধান প্রকৌশলীর এক প্রজ্ঞাপনে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ হতে তাকে নগর গণপূর্ত বিভাগ ঢাকায় পদায়ন করেন মোঃ শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) এর আগে কখনও রুটিন দায়িত্ব থাকা প্রধান প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী বা কোন প্রকৌশলীর পদায়ন প্রজ্ঞাপন জার্রি করতে দেখা যায় নি। নগর গণপূর্ত বিভাগের আওতাধীন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দেখাশুনার দায়িত্ব যদি ফ্যাসিবাদের অন্যতম দোসর আবুল কালাম আজাদ পায়, তাহলে যমুনা কতটা নিরপত্তাহীনতায় আছে ছাত্র সমাজের সকল অর্জন সব শেষ হওয়ার পথে যাবে। মোঃ আবুল কালাম আজাদ যোগদান করায় গত কয়েক দিনে এপিপির কাজ এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ চলছে টেন্ডার বানিজ্যের মহাউৎসব। গত কয়েক দিনে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করার দরপত্র আইডিগুলি Id.no.1056148 Id.no.1057945 Id.no.1056137 Id.no.1056138 Id.no.1056145 Id.no.1057947 Id.no.1058083 Id.no.1058073 Id.no.1058114 Id.no.1029437 Id.no.1057926 Id.no.1058123 Id.no.1057924 Id.no.1055520 Id.no.1055521 Id.no.1055522 Id.no.1055517 Id.no.1055518 Id.no.1055519 Id.no.1028014 Id.no.1057196 Id.no.1056074 Id.no.1056075 Id.no.1056073 Id.no.1057101 Id.no.1018075 উক্ত দরপত্র আহবান করেছে গত ২৯ ডিসেম্বর ২০২৪ ও ১লা জানুয়ারি ২০২৫ এভাবেই তিনি ওটিএম দরপত্র আহবান করে টেন্ডার বানিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ধান্দায় মেতেছে।
আরো জানায়, তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকাকলীন সময় গত ২০২৩-২০২৪ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাদ্দের প্রাপ্ত কাজগুলো ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করা হয়েছে এবং কাজগুলো ফ্যাসিবাদ সরকারের লোকজনকে দেয়া হয়েছে এর মধ্যে রতন কমিশনার, আবুল কালাম আজাদ এর মামা ছিল। ঢাকা গণপূর্ত বিভাগ-৩ অফিসের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে প্রমান পাওয়া যাবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের বিজি প্রেস, গভমেন্ট প্রিন্ট্রি প্রেস, প্রকাশনা অধিদপ্তর, কোয়ার্টার কাজ ২০% বেশি বাস্তবায়ন হয় নি। তেজগাও মাদক নিরাময় কেন্দ্র বহুতল ভবনের কাজ গুনগত মান বজায় রেখে বাস্তবায়ন হচ্ছে না। তেজগাও গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রায়হান মিয়া ডিপ্লোমা সমিতির সভাপতি তিনি সাইটে সঠিক ভাবে ভিজিট এবং দেখাশুনা ঠিকমত করেন না। ২০২৩-২৪ অর্থ বছরে এপিপির কাজ ৫০% কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়েছেন। ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার আবুল কালাম আজাদ এর মাধ্যমে দরপত্র অনুমোদন টাকা ক্যাশিয়ার হিসাবে কালেকশন করতেন। রতন কমিশনার একটি টেন্ডারের কম ধরে কাজ দিয়ে মোটা কমিশন আদায় করে শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ।
নগর গণপূর্ত বিভাগের সাধারণ ঠিকাদাররা বলেন, আমরা এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করলে দরপত্র অংশ গ্রহণ করে লটারির মাধ্যমে কাজ এখন তো সেই ফ্যাসিবাদ সরকারের মতন সেই ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ তার পছন্দের ঠিকাদারদের কাজ দিবেন আমাদের কাজের রেটও দিবেন না কাজ ও দিবেন না এই স্বাধীন দেশে এর একটা বিহিত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে মোঃ আবুল কালাম আজাদকে ফোন দিলে তিনি ফোন রিসিপ করেন নি।