কক্সবাজারের উপকুল থেকে ৩৮ রোহিঙ্গা নারী পুরুষ উদ্ধার

সময়: 2:44 pm - January 16, 2025 |

মানব কথা: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না।
এসব রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল।

বুধবার বিকালে টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগর পথে অনুপ্রবেশকালে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরির্দশক শোভন কুমার সাহা।

তিনি বলেন, সাগর পাড়ি দিয়ে রোহিঙ্গারা টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া এলাকার দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করেছেন। দালাল চক্রের লোকজন পালিয়ে যাওযাই তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ৩০ জন শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এর জন্য তাদের মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে। বর্তমানের তারা পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে ঊধবতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শনা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ রোধ করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে একসঙ্গে কাজ করতে নিদেশনা দেওয়া হযেছে। উধবতন কতৃপক্ষের নিদেশনা পাওয়া পর ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর