চাটখিলে তারুণ্যের উৎসব উপলক্ষে কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

সময়: 11:35 am - January 18, 2025 |

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নোয়াখালীর চাটখিল উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ২১দিন ব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করেন।

সরকার ঘোষিত জুলাই আগস্ট বিপ্লবের তরুণদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে উৎসব কর্মসূচি ঘোষণা করেন। সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকাল ৩ ঘটিকায় চাটখিল মহিলা কলেজ মাঠে কাবাডি টুর্নামেন্টেরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন দুরন্ত একাদশ বনাম পৌরসভা একাদশ উক্ত খেলায় দুরন্ত একাদশ ১১ পয়েন্টে এগিয়ে পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।

এসময় চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন চাটখিল উপজেলা প্রেসক্লাবে সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই আগস্ট জাস্টিস কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।  বাদ মাগরিব উপজেলা প্রকৌশলীর উদ্যোগে উপজেলা চত্বরে অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভাপতি প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর